স্বপ্ন দেখতে পারা এবং দেখাতে পারার প্রক্রিয়ায় এগিয়ে চলে সভ্যতা। অবিরাম এই স্বপ্নভূমিতে অনেকে আছেন যারা মানুষকে গভীরভাবে ভালােবেসে কোটি প্রাণের স্বপ্ন নিজের বুকে ধারণ করেন। তেমনি একজন মানুষ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বপ্নগুলাে তােমাকে দিলাম কাব্যগ্রন্থে বঙ্গবন্ধুর স্বপ্নগুলােকেই যেন কবি বুনেছেন আপন সৃজনীতে। এ ছাড়া সমাজবাস্তবতা ও ইতিহাস-আশ্রয়ে রচিত হয়েছে। অনেকগুলাে কবিতা। আশা করি, পাঠ ও আবৃত্তিতে পাঠকের কাছে ভিন্ন স্বাদের মনে হবে, ভালাে লাগবে এবং কবিতাগুলােকে নিজের মনে হবে।