প্রিয় মানুষেরা তাকে ভালোবেসে বলেন, থিয়েটার পরিব্রাজক। সঠিক অর্থেই নানা জাতের থিয়েটারের স্বাদ পেতে সারা বছর ভারত-বাংলাদেশ বাদেও আশেপাশের বিভিন্ন দেশে অবাধ বিচরণ তার। আমাদের দুই বাংলায় সংরক্ষক-গবেষক এবং থিয়েটারের বন্ধু হিসেবে খুবই পরিচিত এক নাম আশিস গোস্বামী। ইতিমধ্যে তার বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে বাংলাদেশে। আর একটি প্রকাশনা সংযোজন হলো আলোচ্য শতবর্ষে শম্ভু মিত্র। এই সম্পাদিত বইটিও তার সংরক্ষণ মূলক কাজের আর একটি নজির হয়ে থাকলো। তিনি মনে করেন, থিয়েটারের ইতিহাস মূল্যায়নের আগে ইতিহাসের তথ্যাদি সংগ্রহ প্রয়োজন। আমরা সেই কাজটাই করে উঠতে পারিনি। সেই না পারার সুবিশাল ব্যর্থতার পাশে এই গ্রন্থগুলি যদি পথের আলো হয়ে উঠতে পারে, সেটাই তার পরম পাওয়া।