রিংটোন পুষ্পিতা ভয়ে ভয়ে অপেক্ষা করতে থাকলাে ঘড়িতে। একটা উনিশ বাজার জন্যে। প্রতি ঘন্টায় রিংটোনটা। আসলেই এগিয়ে আসছে। সেটা কেন, কে বলতে। পারে? এ শব্দের উৎপত্তি কোথায় তা নিয়েও। পুষ্পিতার মধ্যে বেজায় রকমের কোনাে কৌতুহল। নেই। আপাততঃ সে পাগল নয় এবং শব্দটার একটা। যুক্তিসঙ্গত কারণ আছে, এটা নিজের কাছে প্রতিষ্ঠা করা, তারপর অন্যদের বােঝানােই তার জীবনের। সবচেয়ে বড় লক্ষ্য। এই শব্দ আমেরিকা থেকে। আসুক আর রাশিয়া থেকে আসুক, এই মুহূর্তে তার । তেমন কোনাে মাথা ব্যাথা হচেছ না।