“প্রাণ থেকে প্রাণে – ২য় খণ্ড” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
এদেশের সাহিত্য সংস্কৃতি তথা সামাজিক অঙ্গনের অন্যতম উজ্জ্বল নাম আবদুল্লাহ আবু সায়ীদ। শিল্প ও সংগঠন এই দুই ক্ষেত্রেই সাফল্য তার যুগপৎ। কিন্তু এসবের বাইরেও তাঁর প্রতিভা আরও একটি ক্ষেত্রে সমভাবে বিচ্ছুরিত। তা হল প্রাণবন্ত সপ্রতিভ চিত্তাকর্ষক বাচনভঙ্গি ও অসামান্য বক্তৃতাক্ষমতা। এক্ষেত্রে তিনি অনন্য নন কেবল, এদেশে প্রায় অদ্বিতীয়।
টেলিভিশনের অনুষ্ঠানে, শিক্ষকতায় ও। বক্তৃতামঞ্চে তাঁর বাচনিক প্রতিভার উজ্জ্বল দীপ্তি। এদেশের দর্শক শ্রোতাকে দীর্ঘদিন ধরে মুগ্ধ করে রেখেছে। বক্তৃতামঞ্চে তাঁর মৌখিক ভাষণ বুদ্ধির দীপ্তিতে, স্বতঃস্ফুর্ততায়, স্নিগ্ধ হাসিতে, কবিতার বিভায়, বিষয়ের। গভীরতায় ও অবিশ্বাস্য অন্তর্দৃষ্টিতে ঋদ্ধ। একই সঙ্গে বহু-কৌণিক হীরকখণ্ডের মতাে তা দ্যুতিময়-ঝর্ণার মতাে অবিরল, প্রাণবন্ত। তাঁর এসব অসামান্য মৌলিক বক্তৃতা থেকে ২৭টি বক্তৃতা ‘প্রাণ থেকে প্রাণে’ দ্বিতীয় খণ্ডে প্রকাশিত হল। বক্তৃতা মঞ্চে উপস্থিত বক্তৃতাও যে কতখানি শিল্পগুণসম্পন্ন ও উন্নতমানের সাহিত্য হতে পারে, এই বক্তৃতাগুলাে তার দলিল।