এই গ্রন্থটি এক প্রবাসীর রচনা।আপন মনের মাধুরী মিশিয়ে যা কিছু রচনা করেছেন,সেটাই তিনি গান ও কবিতা হিসেবে অভিহিত করেছেন। এখানে মা ,মাতৃভূমি,বাৎসল্য,প্রেম,ভালোবাসাসহ সমাজ ও পারিপার্শিকতা সম্পর্কিত নানা অনুভূতি প্রকাশিত হয়েছ। এছাড়া ‘কোথাও পাবো তারে’ এই চিরন্তন আর্তিও মূর্ত হয়ে উঠেছে।…এ্ই ‘তারে’ কে ?কাকে পেতে চান কবি?সেটি ঈশ্বর,মনের মানুষ,শান্তি,মৃত মা,স্বপ্নের স্বদেশসহ নানা কিছু হতে পারে। গ্রন্থটি আবেগপ্রবণ বাঙালী পাঠকদের ভালো লাগবে,এতে কোনো সন্দেহ নেই।