সকলতান্ত্রিক নিরুপায়। চরম হতাশার শব্দ ‘নিরুপায়’।কিন্তু অপ্রিয় হলেও সত্য যে আমরা উপায়হীন।না হলে কি অল্প ভালো থাকার অন্বেষণেই ভালো সময়টা পার হয়ে যায়?তাই যেখানে যেভাবে আছি সেটাইকেই উপভোগ করে সময়টা পার করে নেয়া যেতে পারে।আর উপায়হীনতাকে বার বার স্মরণ করা বস্তুনিষ্ঠ হওয়ার চর্চা।যেহেতু নিদির্ষ্ট বলে তেমন কিছু নেই সেহেতু এটাও সত্য যে সব কথা সবার জন্য না।