আরাকান রাজ্যে রােহিঙ্গাদের বসবাসের ইতিহাস যেমন অতি প্রাচীন, রােহিঙ্গাদের প্রতি নিপীড়ণ-নির্যাতনের ইতিহাসও তেমনি অতিপ্রাচীন। শাসকগােষ্ঠী ও বর্ণবাদীরা রােহিঙ্গাদের বিতাড়ণ শুরু করে সুদূর অতীত ১০৪৪ খ্রিষ্টাব্দ থেকে যখন মুসলিম শাসকের কাছ থেকে স্বাধীন আরাকান দখল করে কট্টরপন্থী বৌদ্ধ রাজা আনাওয়াতা, তখন অসহায় রােহিঙ্গাদের বিতাড়ণের মাধ্যমে রােহিঙ্গাদের স্থলে, বৌদ্ধ-মগদের বার্মা থেকে এনে বসতি স্থাপন করে দেয়। সে বর্মী রাজা এবং মগরাই- আরাকানের দখলদার এবং মুসলিম-রােহিঙ্গাদের দুর্গতির সূচনাকারী।