বাঙালির মাতৃভাষা বাংলাকে রক্ষার আন্দোলন সংগ্রামে বাঙালি নারীদের অবদান অনেক। ভাষা আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার পাশাপাশি সারাদেশে নারীদের অংশগ্রহণ ছিল উল্লেখযােগ্য। সময় ও নানাবিধ কারণে নারী ভাষা সৈনিকদের অনেকে নিভৃতে হারিয়ে গিয়েছিলেন। মায়ের ভাষা রক্ষায় বাঙালি মায়েদের দায়িত্ব পালন জাতিকে গর্বিত করেছে। তাদের অবদানের স্বীকৃতি ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের স্মৃতি ও অভিজ্ঞতাকে সঞ্চয়, সংকলিত করে “নারী ভাষা সৈনিক” বইটির আত্মপ্রকাশ। বইটিতে ৫৬ জন নারী ভাষা সৈনিকের উপর আলােকপাত হয়েছে। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য তাঁদের অবদান ও কর্মকান্ড সংক্ষেপে আলােচনায় এসেছে। এই বইটি সময়, সমাজ, ভাষা ও ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হিসাবে বিবেচিত হবে।