বিধাতা পৃথিবীতে মধ্যবিত্ত বলে এক প্রজাতি সৃষ্টি করেছেন। দুনিয়ার রূঢ়তার নীরব সাক্ষী তারা। বৃত্তের মাঝে বন্দী হয়ে বৃত্ততে তাদের বাস। যেখানে স্বপ্নভঙ্গের কষ্ট থাকে, থাকে হাজারাে যন্ত্রণা। নিয়ম এবং নীতি- এ দুটোই তাদের সম্বল। দুনিয়ার রীতিনীতির ব্রেকইভেন পয়েন্টে তারা দাঁড়ানাে। এ ভারসাম্য রক্ষা করার দায় বিধাতা যেন তাদের কাঁধেই চাপিয়েছেন। যাদেরকে স্বপ্ন তাে দেয়া হয়েছে, কিন্তু তা পূরণের ক্ষমতা দেয়া হয়নি। যাদের আত্মা প্রতিনিয়ত পিষ্ট হতে থাকে অন্তর্দ্বন্দ্ব এবং বহির্দ্বন্দ্বের মাঝে।