শিশুদের জগৎ বিমূর্ত। সে জগতে ভালোবাসা থাকে, অলীক কল্পনা থাকে, থাকে সত্য ও ন্যায়ের জয়লাভ। অন্যায়-অসত্যের পরাজয়।
ছোটদের জগৎ অন্যরকম। ছোটদের পৃথিবীতে মন্দ জিনিসের কোনো স্থান নেই। নিষ্ঠুরতা দেখলে ছোটরা আতঙ্কিত হয়। ছোটদের মনের মধ্যে একটা ভাবুক স্বভাবের আলাদা মানুষ বাস করে। বাইরের দুরন্ত ছোট মানুষটা হৈ-চৈ করে বেড়ায়, আর ভেতরের ওই ভাবুক সত্তাটা নীরবে পৃথিবীর রূপ দেখে।
ছোটদের জন্য লিখতে হলে নিজেকেও ছোট হতে হয়। ওদেরই দলের একজন হয়ে ওদের সঙ্গে খেলায় মাততে হয়। স্বপ্নকল্পনায় গড়া, আবেগ-উচ্ছ্বসিত, নবপ্রাণের আনন্দে চঞ্চল প্রতিটি শিশুর নিভৃত মর্মকোষে যে অনন্ত রহস্য লুকিয়ে থাকে, সেই রহস্যকে জাগিয়ে তুলতে প্রয়োজন স্বতঃপ্রাণিত প্রকাশছন্দে রূপকথার জাল বুনে যাওয়া।
ছোটদের কল্পনারাজ্যের বিশালত্বে সামান্য একটু স্থান করে নেয়ার প্রচেষ্টা বর্তমান গ্রন্থ। ছোটদের রাঙা হাতে রঙিন খেলনা তুলে দিয়েই বিশ্বসৃষ্টির আনন্দময় রহস্য উপলব্ধি করানো সম্ভব।
শিশুদের আশ্চর্য সুন্দর কল্পনার মধ্য দিয়েই সুন্দর হয়ে ওঠে পৃথিবী। সেই আশ্চর্য মনোরম পৃথিবীর সন্ধান দেয়ার উদ্দেশ্যেই এই বইটি রচনা করা। শিশুদের হৃদয়কে স্পর্শ করলেই বইটি সার্থকতা পাবে বলে প্রত্যাশা।