“মেঘজল্পনা” বইয়ের ফ্ল্যাপের লেখা:
মন খারাপের মধ্যরাতে মেঘের আনাগােনা। সুধায় আমায়, ওহে কবি! সবই আমার জানা। বৃষ্টির মত কেদে ভাসাও পাহাড় সাজো মনখারাপে তােমার শহর বারােমাসই ব্যর্থ মনের ওজন মাপে। সেদিন হতে মনের কোণে প্রেম আসলাে যত বুঝলাে কবি কেউ হবে না শ্রাবণ মেঘের মত। কবির যত প্রেম ছিল তা উজাড় হল মেঘের তরে সকল গল্প কবিতার মেঘ যেন সঙ্গী অকাতরে। বললাে কবিএই মেয়েটি অভিমানী, মেঘ হারালেই নিরূপায় কবির সকল জল্পনা তাতেই রূপ নিলাে যে পূর্ণতায়।