ভালবাসতে কার না ইচ্ছে হয়!
কার মনে প্রেম জাগে না! বালক-বালিকা, কিশোর-কিশোরী, যুবক-যুবতী, আবাল, বৃ্দ্ধ-বনিতা সবারি মনে প্রেম জাগে। সে প্রেম কখনো সখনো সুখের আলতো পরশ বুলায়। প্রেমিক-প্রেমিকার মিষ্টি আবদার মধুর আলিঙ্গনে গড়াতেও চায় কিন্তু সে কি ভয়ানক! সে ভাবনা মাথায় থাকে না কারো। কখনো ভেঙে দেয় কঁচি মন। এ সকল ভালোবাসা হঠাৎ করেই বাসা বাঁধে কঁচি মনে। প্রশ্ন উদিত হয় ভালোবাসা কারে বলে!
তেমনি হঠাৎ করেই হাজির হওয়া কিছু ভালোবাসার মধুর স্মৃতি, ছলনার গীতি, হৃদয়স্পর্শী কিছু গল্প নিয়েই এ আয়োজন