বাতাস ভেজা। আশেপাশে কোথাও বৃষ্টি হয়ে গেছে নিশ্চই। অদিতি জানালা খুলে বসে আছে। একখন্ড মেঘ বিনা কারণে সূর্যটাকে ঢেকে দিয়ে যাচ্ছে। সােনালী রােদটাকে সে মাটিতে পড়তে দেবে না কিছুতেই। কেন করছে সে এমন? কী লাভ তার? সন্ধ্যার পাখিদের গায়ে এই রােদ্রের খেলায় তার কেন এত আপত্তি?