কোন স্থানের সুনাম হয় কোন ব্যাক্তির সুকর্মে আবার কোন ব্যাক্তির সুনাম হয় স্থান বিশেষে। আমি বিশ্বাস করি, আমাদের দেশ সত্যিকারের সুন্দর হবে যদি আপনি বা আমি যে স্থানে আছি সে টুকুন সুন্দর রাখি। অপরাধ একটি মানষিক ব্যাধি। পাপ এমন একটি ছেলেমানুষী যার আনন্দটাই সৃষ্টি করে নষ্ট ভবিষৎ, মাত্র একটি রাত্রের মধ্যে বন্ধ করে দেয়া যাবে কি দেশের সকল পতিতালয়? একটি সময় ছিড়ে ফেলা যাবে কি আদালতের সকল মিথ্যে সাজানাে মামলার ফাইল? আমরা কি বিশাল হাজতখানা ধানী জমির ফসলে সবুজ করতে পারি ? হয়তাে কাব্যে পারি, স্বপ্নে পারি; তবে বাস্তবে না কেন ? আমি মীর্জা বলছি, হ্যা পারি। এদেশ হবে এমন একটি দেশ সকল বিশ্বের লােক আসবে বিদ্যার জন্য।