বেগম রােকেয়া, ক্লারা জেটকিন, ফ্লোরেন্স নাইটঙ্গেল, হেলেন কেলার, ভ্যালেন্তিনা তেরেশকোভা প্রমুখ নারীদেরকে জাগিয়ে তােলার জন্য যে ত্যাগ ও বিড়ম্বনা সহ্য করে জীবন সংগ্রামে ব্যাপৃত থেকেছেন তার ফলশ্রুতিতে সারাবিশ্বে নারী জাগরণ ঘটেছে। এখন নারী অপ্রতিরােধ্য জল-স্থল-অন্তরীক্ষে বাংলাদেশে নারীর অগ্রগতি আরাে বিস্তৃত। এখন পাবলিক পরীক্ষাগুলাের ফলাফলে নারী পুরুষ সমানে সমান। প্রশাসনের বড় বড় চেয়ারগুলােতে নারীদের অবস্থান পুরুষের চেয়ে কম নয়। কিন্তু এত প্রাপ্তি সত্ত্বেও এখনও নারী কখনাে উপেক্ষিতপ্রতারিত কখনাে পীড়িত। তবে আবার প্রতিবাদে সােচ্চারও বটে। ‘অঙ্গনা’ ঠিক এমন একটি প্রতিবাদী উপন্যাস। একজন নারীর জীবন সংগ্রামে টিকে থাকতে ও প্রতিষ্ঠিত হতে কঠোর শ্রম, নিষ্ঠা, একাগ্রতার উদাহরণ ‘অঙ্গনা’র ফাতেমা। ফাতেমার সৎ, বলিষ্ঠ ও সাহসী পথচলাই উপন্যাসের কাহিনি। ‘অঙ্গনা’ শামিম আরা স্মৃতির ত্রয়ােদশ গ্রন্থ।