“চোখের যিনা কুদৃষ্টি” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
দৃষ্টি সকল মনােচাহিদার মুল, দৃষ্টিই প্রত্যেক ভাল-মন্দের। ভিত্তি, যাতে মানুষ আকৃষ্ট।! “কুদৃষ্টি দুষ্টের মূল” কুদৃষ্টি মানুষকে তার দৃষ্টিশক্তি থাকা সত্ত্বেও অন্ধ বানিয়ে দেয়। কুদৃষ্টিই অবৈধ প্রেম-ভালবাসা এবং যিনার মত ভয়াবহ গােনাহের প্রথম সিঁড়ি।
হাফেজ ইবনুল কাইয়ুম রহিমাহুল্লাহ বলেন, “দৃষ্টির তীর নিক্ষেপ করলে নিক্ষেপকারীই প্রথমে বৃদ্ধ হয়। কারণ দৃষ্টি নিক্ষেপকারী অন্য দৃষ্টিকে তার ক্ষতের ঔষুধ মনে করে। অথচ তা ক্ষতকে আরাে গভীর করে। দৃষ্টি নত করা সহজ কিন্তু দৃষ্টি দেওয়ার পরের তাড়নায় ধৈর্য ধরা কঠিন।”