প্রতিটি মানুষ চায় তার তিরােধানে কিছু মানুষ কাঁদুক, আর্তচিৎকার করে উঠুক, স্মৃতি রােমন্থনে ব্যথিত হােক। সহজীবনে সেই মানুষটির অনুপস্থিতি তাদের হৃদয়ে দাগ কাটুক। অথচ একজীবনের সবটুকু বিশ্বাস, ভালােবাসা, প্রেম দিয়েও যখন সেই সব মানুষেরা দেখেন তাদের মৃত্যুর পর তাদের জন্য কাদার কেউ নেই, তখন মৃত্যুর চেয়ে কষ্টকর হয়ে দাঁড়ায় সেই সহমানুষদের সংস্পর্শ, উপস্থিতি।