কেন এতো হাহাকার? কেন এতো চিৎকার? আজও রাজপথে,
কেন হলো ব্যভিচার বাংলার বুকে?
রুপকথায় বুঝাবো আমি কতো আর,
বিবেক তো মানে না কাঁদে বারবার!
সত্যের জয়গানে মেতেছিল জনতা,
উড়ে এসে জুড়ে বসে করে নির্মম হত্যা।
সোনা মুখ লুটে পড়ে বাংলার জমিনে,
রাজপথ লাল হলো রক্তের স্রোতে।