ত্বন্নি স্কুল থেকে ফিরে দেখলো তার পুতুলটি এখনো খায়নি, গোসল করেনি, এমনকি পড়াও তৈরী করে রাখেনি, বসে বসে কার্টুন দেখছে। ত্বন্নি ভীষণ রেগে গিয়ে পুতুলটিকে ড্রয়ারে বন্দি করে রাখলো। পুতুল এখন বের হবে কি করে? বাবুল চাচ্চু বিরাট একটা বার্গার নিয়ে বসেছেন, অর্ধেক খেতে না খেতেই আরো একটা অর্ডার করলেন। অবাক হলো এশা! চাচ্চু এত বড় বার্গার আরো একটা খাবে! কিন্তু কেমন করে? এমনি মজার মজার গল্প নিয়ে তোমাদের জন্যই “পুতুল পুতুল খেলা”।