“জলজ্যোৎস্নার বাতাসবাড়ি” বইয়ের ফ্ল্যাপের লেখা:
এই রচনাটিকে আমি ছােট উপন্যাস বলে চিহ্নিত করেছি। গল্প নয়, বড় গল্প নয়, ছােটগল্প নয়- উপন্যাস নয়, এমনকি নভেলা, নভেলেট কি ঔপন্যাসিকাও নয়,- ‘ছােট উপন্যাস’, যেন একটি ভিন্ন শিল্পমাধ্যম। উপন্যাসের মতােই জগজীবনের বিস্তৃতি আছে, সেই ঘটনার বিস্তৃতি। আকস্মিক দৃশ্যপট উন্মােচনে কাহিনির পারম্পর্য রক্ষা না-করা অথবা ভাষায় ব্যবহার ইত্যাদি রচনাটিকে ভিন্ন চেহারা দেয়। এই আমার ধারণা। পাঠকই বিবেচনা করুন।