জীবন যেখানে থেমে যায়, সময় সেখানে ইতিহাস হয়। পানকৌড়ি-শীতে মেঘ ডুবিয়ে সূর্য লেখে আলাের উপাখ্যান। শীত পােহানাের প্রচ্ছদে চিকচিক করে অবেলার আকাশ। মৃত্যুর স্বাদ নিতে নিতে বেঁচে যায় নির্নিমেষ আত্মহত্যা। উল্টো করে বেঁধে রাখা ‘পরিত্যক্ত রানওয়ে’র কার্নিশে লেখক নিজেকে ছেড়ে দিয়েছেন। ডালপালাহীন জমাট রক্ত নীলের সমুদ্রে ভেসে ওঠার আগেই পাঠক তৃপ্তি পাবেন বলে আশাকরি। ডলফিন সদৃশ জীবন বেঁচে থাকে নিজের ছায়া খেয়ে। কারাে কারাে ভালােবাসা ভেসে বেড়ায় লােনাজল। ভালােবেসে জীবন বাঁধানাে অন্তিমের গল্পটকু অবশেষে খেই হারায়, পরিত্যক্ত রানওয়ে’র অতৃপ্ত পরিমণ্ডলে।