চার বন্ধুর সমূদ্র অভিযান
বিসমিল্লাহির রাহমানির রাহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহর। সালাম ও দুরুদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি। সালাম বর্ষিত হোক অগণিত সাহাবীদের প্রতি ।
আল্লাহ সুবহানা ওয়া তা’আলা যুগে যুগে যতো নবি -রাসুল পাঠিয়েছেন। তাদের সবার জীবন ছিলো রোমাঞ্চকর । এবং তাঁদের প্রত্যেকের জীবনে আমাদের মতো সাধারণ মানুষের জন্যে রয়েছে গুরুত্বপূর্ন শিক্ষা। নবি আলাইহি ওয়াস সালাম আজমাইন এবং সাহাবি রাদিয়াল্লাহু তালা আনহুম আজমাইন দের জীবনকে আমাদের পরবর্তি প্রজন্মদের হাতে নতুন ভাবে পৌঁছে দেয়ার প্রয়াস এই বই। যদিও বইটিতে মজার মজার গল্প আছে, কিন্তু নবিদের কাহিনী গুলো বলার সময় তা একটু কাঠ খোট্টা ঠেকতে পারে। অনেক জায়গায় কুরআনের আয়াত গুলো সরাসরি দিয়ে দেয়া হয়েছে। কোন কোন ক্ষেত্রে সরাসরি টুকে দেয়া হয়েছে প্রাথমিক উৎস থেকে। ইচ্ছে করলে সেগুলো নিজের ভাষায় লেখা যেতো। যা করা হয় নি । এর কারণ,– নবিদের কাহিনী গুলোকে প্রাঞ্জল করার থেকে সেগুলোকে সঠিক শুদ্ধ রাখার দিকেই বেশি নজর দেয়া হয়েছে। আমরা ছোট বেলায় সাইন্স ফিকশন , এডভেঞ্জার, থ্রিলার পড়ে পড়ে বড় হয়েছি, আমাদের নতুন প্রজন্ম এগুলোর সাথে সাথে নবিদের রোমাঞ্চকর গল্প গুলো তাঁদের পরার সূচিতে রাখুক। এটাই আমাদের উদ্দেশ্য। আমাদের ছোটবেলায় যেই বই গুলোর অভাব ছিলো , আমরা চাই না আমাদের সন্তানদের ছোট বেলায় সেই অভাবটা থাকুক। তাদের ছোট বেলা হোক জ্ঞ্যানে , সাহিত্যে , গল্পে , মননে এবং দ্বীনে সমৃদ্ধ । “টাইম মেশিন” বইয়ের সংক্ষিপ্ত কথা:
রাসূলুল্লাহ সা. এবং তাঁর পূর্ববর্তী নবিদের ওপর বিশ্বাস স্থাপন করা এবং তাঁদেরকে অন্তর দিয়ে ভালোবাসা ঈমানের দাবি। নবিদের ওপর আমাদের বিশ্বাস এবং ভালোবাসা তখনই গভীর হবে যখন আমরা তাঁদের অভিনব জীবন সম্পর্কে জানতে পারব। একজন অপরিচিত মানুষকে যেমন আপনি ভালোবাসতে পারবেন না, তেমনি নবিদের জীবন সম্পর্কে না জানলেও তাঁদের প্রতি সত্যিকারের ভালোবাসা তৈরি হবে না। সুতরাং সকল নবিদের ওপর সঠিকভাবে বিশ্বাস স্থাপন করতে হলে এবং তাঁদেরকে অন্তরের অন্তস্তল দিয়ে ভালোবাসতে চাইলে তাঁদের জীবন সম্পর্কে জ্ঞান লাভ করার কোনো বিকল্প নেই আমাদের।
আর এই লক্ষ্যেই এসেছিল ‘চার বন্ধুর সমুদ্র অভিযান’ বইটি। সেই বইটিতে আমরা মজার সব ঘটনার মধ্য দিয়ে জেনে নিতে পেরেছিলাম নবি সুলাইমান আ., ইঊনুস আ., আইয়ূব আ. এবং নূহ আ.-এর বর্ণাঢ্য জীবন সম্পর্কে। এরই ধারাবাহিকতায় এবার এসেছে ‘টাইম মেশিন’। অন্তু , জাফর স্যার এবং জাফর স্যারের তৈরি টাইম মেশিনের রোমাঞ্চকর গল্পটি পড়ে যখন আপনি শেষ করবেন, তখন আপনি অনুধাবন করবেন যে, ইবরাহীম আ.-এর জীবন সম্পর্কেও অনেক কিছু জানা হয়ে গেছে আপনার। ইন শা আল্লাহ, আপনি ইবরাহীম আ.-কে আরও গভীরভাবে ভালোবাসতে শুরু করবেন। আর সেটা যদি হয় তা হলেই আমরা সফল ইন শা আল্লাহ। আল্লাহ আপনাদের এবং আমাদেরকে কবুল করুন। আমীন ।