“অসময়ের যাপননামা” বই এর ফ্লাপের লেখা
বৈষ্ণব সহজিয়া · ভাবধারা ও সুফি সাধনার মূল বৈশিষ্ট্য যে একই নিগড়ে বাঁধা তার অপরূপ চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই উপন্যাসে। মুর্শিদাবাদের উন্নয়ন যে নবাবী আমলেই শীর্ষচূড়া ছুঁয়েছিল বর্ণিত হয়েছে তার ইতিবৃত্ত। আর কাটরাদাঙ্গার প্রেক্ষিতকে সামনে এনে লেখক দেখিয়েছেন হিন্দু মুসলমান কীভাবে আজও একাত্ম হয়ে আছে। দেখিয়েছেন এই প্রজন্মের উন্নতকামী চিন্তাধারাকে। ফলতঃ সুফিবাদ, নবাবী আমলের ঐতিহ্য এবং কাটরাদাঙ্গার প্রেক্ষিতে হিন্দু- মুসলমান সমন্বয়সাধনের এক অনন্য ক্ষেত্রভূমি এই উপন্যাস।