ভারতের বিপ্লবী কমিউনিস্ট আন্দোলনের প্রবীণ নেতা সুনীতি কুমার ঘােষ-এর মৃত্যুর পর চার বছর কেটে গেছে। সুনীতিবাবুর জীবন ও কাজকর্ম নিয়ে দুই বাংলায় এই ক’ বছরে বেশ কিছু চর্চা হয়েছে। অনেক দিন ধরেই পরিকল্পনা চলছিলাে সুনীতিবাবুর জীবনের নানান দিক নিয়ে তার মৃত্যুর পর থেকে যে সমস্ত লেখা প্রকাশিত হয়েছে, সেগুলির একটি নির্বাচিত সংকলন প্রকাশ করার। সুনীতিবাবুর ঘনিষ্ঠ কিছু মানুষ স্বতঃপ্রবৃত্ত হয়ে সুনীতিবাবু সম্পর্কে তাদের মূল্যবান স্মৃতিচারণ পাঠিয়েছেন। সেই সব লেখা এক জায়গায় জড়াে করে, পুনরাবৃত্তি যথাসম্ভব এড়িয়ে গিয়ে একটি প্রতিনিধিত্বমূলক সংকলন প্রকাশে একটু দেরিই হয়ে গেলাে। অবশ্য সুনীতিবাবু তার জীবদ্দশায় যে অনন্য ভূমিকা পালন করেছেন, তার মূল্যায়ন প্রকৃতই একটি ঐতিহাসিক প্রক্রিয়া; যতদিন যাবে ততই এই প্রক্রিয়া তার কাজকর্মের নানান দিক নানা বৈচিত্র্যপূর্ণ ক্ষেত্রে নিজেকে মেলে ধরবে।