বিষয়ভিত্তিক কুরআন ও হাদিস সঞ্চয়ন : “আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব এবং তাদের হাত আমার সাথে কথা বলবে ও তাদের পা সে সম্পর্কে সাক্ষ্য দেবে যা তারা অর্জন করত।” (সূরা ইয়াছিন ৩৬ঃ৬৫) ” আর তোমারা সে দিনকে ভয় কর, যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না। আর কারো পক্ষে থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না এবং কারও কাছ থেকে কোনো বিনিময় নেয়া হবে না।আর তারা সাহায্য প্রাপ্ত হবে না। ( সূরা বাক্বারা ২ঃ৪৮)