তিতুমীর নেই। বাঁশের কেল্লা গুঁড়িয়ে দিয়েছে ইংরেজ। মুক্তিপিয়াসী মানুষের সামনে নেমে এলো অনিশ্চিত ভবিষ্যৎ। কিন্তু না। লড়াই থামে না। বিপ্লব থেমে যায় না। এবার আগুন জ্বলে উঠল ফরিদপুরে। বিপ্লবের মশাল হাতে রুখে দাঁড়ালেন হাজী শরিয়তউল্লাহ। দানা বেঁধে উঠল ব্রিটিশবিরোধী গণ-আন্দোলন। চোখে তাদের বিপ্লবের আগুন। মুখে শপথের দৃপ্ত স্লোগান। বুকে বাজে রণ-দামামা। নিশ্বাসে মহাবিদ্রোহের অগ্নিস্ফুলিঙ্গ।