“ধেয়ে আসছে ফিতনা” বইটির ভূমিকা থেকে নেয়াঃ
বক্ষ্যমাণ গ্রন্থটি ইমাম আবু আমর উসমান বিন সাইদ আদ দানি রহ. (মৃ. ৪৪৪ হি.) এর সংকলিত ‘আস-সুনানুল ওয়ারিদা ফিল ফিতান’ এর সরল অনুবাদ। হাদিসের সংখ্যাধিক্য, অধ্যায়ের বৈচিত্র্য, বিন্যাসের সৌন্দর্য ইত্যাদি বিবেচনায় গ্রন্থটি অত্যন্ত চমৎকার ও সর্বশ্রেণির পাঠকের জন্যই উপকারী। তবে এর বেশিরভাগ বর্ণনাই -যেমনটি ফিতনাসংক্রান্ত অধিকাংশ গ্রন্থের বৈশিষ্ট্য- দুর্বল, পরিত্যাজ্য ও মাওজু। যদিও অন্যান্য গ্রন্থের বিবেচনায় এতে সহিহ ও হাসান হাদিসের সংখ্যাও নেহাত কম নয়। মােটকথা, এ গ্রন্থটিতে সহিহ, হাসান, দুর্বল, পরিত্যাজ্য ও জাল হাদিসসহ সব ধরনের হাদিসেরই বিপুল সমাহার ঘটেছে।