“প্রদীপ বাংলা ব্যাকরণ” বইটির সম্পর্কে কিছু কথা:
‘প্রদীপ বাংলা ব্যাকরণ বইয়ের মষ্ঠ মুদ্রণ ও পঞ্চম সংস্করণ প্রকাশ করছি, এ সংস্করণে বাংলা ব্যাকরণের প্রত্যেকটি বিষয় নিখুঁতভাবে সংযােজন করা হয়েছে এবং প্রত্যেকটি বিষয়ের আলাদা বিশেষত্ব রয়েছে। এ সংস্করণে বইটিতে অধিক অনুশীলন সংযােজন করা হয়েছে, যা থেকে যে কোন পরীক্ষায় ১০০ পার্সেন্ট কমনের নিশ্চয়তা রয়েছে, ইনশাআল্লাহ। যেহেতু বইটিতে কবি সাহিত্যিক পরিচিতিও ছন্দে ছন্দে বর্ণিত আছে তাই আশা করছি বইটি দ্বারা সকল শিক্ষার্থী উপকৃত হবে।