আমার জন্মের পর অনেক প্রতাপশালী রাজা, বাদশা, ক্ষমতাধর ব্যক্তিবর্গ ও নিকট আত্মীয় স্বজনকে দেখেছি যারা বর্তমানে নেই, এর পূর্বেও অনেকেই দুনিয়াতে ছিলেন বর্তমানে তারা নেই, আমরাও একদিন এ দুনিয়ায় থাকব না। যেমন নেই মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম (আ.), নেই নমরুদ, নেই হযরত মুসা (আ.), নেই ফেরাউন, নেই সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নেই আবু জেহেল, আবু লাহাব। মরহুম আব্দুল হামিদ খান ভাষানী, মরহুম মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর, শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক, কবি নজরুল ইসলাম। যারা আমাদের আদর দিয়ে লালন পালন করেছেন আমাদের দাদা-দাদী, নানা-নানী, বাবা-মা, চাচারা, ফুফুরা, খালারা অনেকেই নেই, একদিন কেউই থাকবে না। পৃথিবীর সকল মানুষসহ আমরা কেন দুনিয়ায় এসেছি কি আমাদের করা দরকার ছিল, কী আমরা করছি, কী বিষয়ে আল্লাহর নিকট আমাদের জবাব দিতে হবে। এ সব বিষয়ে আমাদের চিন্তা করা দরকার এবং সে অনুযায়ি কাজ করা প্রয়োজন। ইহলৌকিক সকল কর্মকান্ডের জবাব পরকালে আমাদের সকলকে দিতে হবে, এই দৃঢ় বিশ্বাসের আলোকেই আমাদের জীবন পরিচালনা করতে হবে; নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবাদের রেখে যাওয়া পথেই আমাদের চলতে হবে।