নির্বাচিত কলাম

৳ 350.00

লেখক রাশেদ খান মেনন
প্রকাশক মৃদুল প্রকাশন
আইএসবিএন
(ISBN)
9843207297
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৩০৪
সংস্কার 2nd Published, 2020
দেশ বাংলাদেশ

ষাটের দশকের ছাত্র আন্দোলনের তুখোড় নেতা রাশেদ খান মেনন আজো জনজীবনে মিশে আছেন গভীর আন্তরিকতায়। সমকালীন পরিবেশ ও পারিপাশ্বিকতার চাপে তিনি বিচ্ছিন্ন হয়ে যাননি। মাঠে-ময়দানে, বিভিন্ন সভা সমিতিতে ও মহান জাতীয় সংসদেও বাকচর্চার সঙ্গে সঙ্গে লেখনি চর্চাও তিনি সমান পারঙ্গম। তাই তার অভিজ্ঞতা ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির আলোকে সমৃদ্ধ লেখাসমূহ উপহার দিয়েছেন প্রিয় পাঠকদের আলোচ্য গ্রন্থে।
যে বই মানুষকে ভাবিত করে, অর্ন্তজগতে আলোড়ন তোলে, দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগিয়ে দেয় ‘নির্বাচিত কলাম’ তেমনি একটি দরকারি বই। লেখকের রাজনৈতিক প্রজ্ঞার সঙ্গে লেখার শৈল্পিক দক্ষতা যুক্ত হওয়ায় সমাজ, স্বদেশ ও সময়ের বাণী ধারণ করে লেখাগুলো যথেষ্ট শাণিত ও পরিণত।

আত্মগােপনে যাওয়ার কারণে এ দণ্ডাদেশ ভােগ করতে হয়নি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশ জাতীয় মুক্তি সংগ্রাম সমন্বয় কমিটি করে মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদান করে মুক্ত স্বাধীন দেশে মুক্তজীবনে ফিরে আসেন তিনি। সেই বাংলাদেশেও এরশাদের সামরিক শাসনের বিরােধিতা করায় তাকে চোখ বাঁধা অবস্থায় বন্দি থাকতে হয়। ছাত্রজীবনের পর মওলানা ভাসানীর হাত ধরে কৃষক আন্দোলন ও জাতীয় রাজনীতিতে তার প্রবেশ। ছাত্রজীবনেই গােপন কমিউনিস্ট পার্টির কাছে কমিউনিজমে দীক্ষা। কমিউনিস্ট আন্দোলনের মস্কোপিকিং বিভক্তিতে পিকিংপন্থীর কাতারে পড়ে যান। কিন্তু অচিরেই এ দেশের কমিউনিস্ট আন্দোলনকে স্বাধীনভাবে সংগঠিত করতে প্রথমে কমিউনিস্ট বিপ্লবীদের পূর্ববাংলা সমন্বয় কমিটি, বাংলাদেশ পরবর্তীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (লেনিনবাদী), পরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সংগঠিত করেন। পার্টির গােপন অবস্থায় প্রথমে ভাসানী ন্যাপের প্রচার সম্পাদক, পরে ইউপিপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক, গণতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হিসেবে কাজ করেন। পার্টি সম্পূর্ণ প্রকাশ্যে এলে তিনি প্রথমে ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য, পরে সাধারণ সম্পাদক ও সভাপতি নির্বাচিত হন। কৃষক আন্দোলনের সফল সংগঠক রাশেদ খান মেনন মওলানা ভাসানীর নেতৃত্বে পাকশী, মহীপুর ও সন্তোষের ঐতিহাসিক কৃষক সম্মেলন ও সমাবেশের অন্যতম সংগঠক ছিলেন। বাংলাদেশের স্বাধীনতার পর মওলানা ভাসানীর নেতৃত্বাধীন কৃষক সমিতির দপ্তর সম্পাদক ও পরে কৃষক মুক্তি সমিতির সভাপতি ছিলেন। রাজনীতির কারণে দু’বার তার জীবননাশের চেষ্টা হয়। দেশের মানুষের ভালােবাসায় জীবনে ফিরে এসে তিনি রাজনীতিতে সক্রিয় আছেন। ১৯৭৯ ও ১৯৯১-এর নির্বাচনে তিনি দু'বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন এবং সংসদের পাবলিক এ্যাকাউন্টস কমিটি ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক কমিটির সদস্য হিসেবে কাজ করেন। তার ছাত্রআন্দোলনের সহকর্মী লুচ্ছুননেসা খান বিউটি তার স্ত্রী কন্যা সুবর্ণা আফরিন খান, পুত্র আশিক রাশেদ খান।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ