“ঢাকার কবিতা” বইয়ের ভূমিকা থেকে নেওয়া: ঢাকা! এই শহরের কাছে মাঝেমাঝে জেগে ওঠি স্বপ্ন থেকে আর ভাবি সেখানে প্রাতরাশ করবাে। পরােটা আর কাঁচা মরিচ সহযােগে। এমনকি আমি মিস করি ভিড় আর রাস্তার হৈচৈ। একজন কবি হিসাবে কেউ বন্ধু হতে পারে এক বিদেশি শহরের তার নিজস্ব গতি আর চলাচল দিয়েই ।
আমি ঢাকা নিয়ে লেখা শুরু করি ২০১৪ সালে, খুব সকালে ঘুম থেকে জেগে ওঠে ট্রাফিক জ্যামের নিকটে শাহবাগ চত্বরে, নিরবতা দেখি,
তখনও আঁধার কাটেনি আর পাখিরা জেগে উঠছে তখন। আমি সেই কবি যাকে অন্য কবিরা এ শহরে এনেছে, নিজেকে আবিষ্কার করেছি তাদের ঘরের মধ্যে ব্যস্ত সড়ক ছাড়িয়ে, সেখানে আমি দেখেছি কখনাে।এমনকি কবিতার ইস্তেহারও থামাতে পারেl ট্রাফিককে,
ব্যক্তিগত বন্ধুত্ব আমাকে সুযােগ দিয়েছে বারবার ঢাকায় বসবাস করার। আর সুযােগ পেয়েছি এই শহরের গানকে ধরার কবিতায় আর আলােকচিত্রে।