যা ইচ্ছা তাই বই-র নামকরণেই বােধহয় খানিকটা আঁচ করা যায় -এর বক্তব্য কী হতে পারে । আমি তাে মূলত লেখক নই কাজেই অকপটে স্বীকার করছি আমার যখন যা মনে হয়েছে লিখে ফেলেছি । লিখলেই কি আর লেখক হওয়া যায়? আসলে অনেক আগে থেকেই এ অভ্যাস আমার – যখন যে ঘটনা, যে বিষয়, যে মানুষ আমার মনে দাগ কেটেছে – আমাকে একটু হলেও ভাবিয়েছে, সেটাই আমি কাগজে কলমে বন্দী করেছি। যা কিছু অদ্ভুত, যা কিছু বিস্ময়কর, যা কিছু আমি আগে কখনও দেখিনি, শুনিনি, সেটাই আমাকে নাড়া দেয় আর সেটাই যে আমি কখন লিখে ফেলি আমি নিজেও জানি না। তবে ভােরবেলাটাই আমার প্রিয় সময় । ঐ অল্প আলােতে, নানান পাখির ডাকে, মিষ্টি বাতাসে আমার লিখতে ভালাে লাগে শুধু ভালাে লাগার জন্যেই লেখা । এর পেছনে অন্য কোন উদ্দেশ্য নেই। যা ইচ্ছা তাই’ সেই অনুভূতি থেকেই লিখেছি।