সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় প্রকাশিত ‘আনারসের মাথায় সবুজ মুকুট’ বইটি বিভিন্ন ভাষায় পাওয়া যাচ্ছে। প্রতিটি বইতে একইসাথে আছে গল্পটির বাংলা সংস্করণও। এই দ্বিভাষিক গল্পেরবই চাকমা, মারমা ও ত্রিপুরা শিশুদের মাতৃভাষাকে কেন্দ্র করে তাদের নিজস্ব সংস্কৃতিরসঙ্গে যেমন পরিচিত করাবে, তেমনি বাংলা ভাষাকেও চিনতে শেখাবে। পাশাপাশি এসব বই পড়ে বাংলাভাষী শিশুরাও চাকমা, মারমা ও ককবরকভাষী শিশুদের জীবন ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে।