বহু বহু কাল আগে এলফরা অনেকগুলো জাদুর আংটি তৈরি করেছিল, রিং অফ পাওয়ার। এই আংটিগুলো ব্যবহারকারীকে খুব ক্ষমতাধর করে তুলত। অন্যদিকে আঁধার সম্রাজ্যের অধিপতি ডার্কলর্ড সাউরন একটা আংটি তৈরি করল, দি ওয়ান রিং! উদ্দেশ্য সব পাওয়ার রিং-এর উপর নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করা। এই এক আংটি দিয়ে সবার উপর কর্তৃত্ব করতে শুরু করল সাউরন। কিন্তু মিডল-আর্থের বীর জাতিগুলো অধিনতা স্বীকার করতে চাইল না। শুরু হল এক মহাযুদ্ধ। অনেক কষ্টে কোনমতে সাউরনের কাছ থেকে এই ওয়ান-রিং কেড়ে নেয়া সম্ভব হল। মিডল-আর্থে ডার্কলর্ডের দৌরাত্ম থামানো গেল। কিন্তু সাউরন হাল ছাড়ার পাত্র নয়। হাজার হাজার বছর ধরে সে তার আংটি খুঁজে চলল মিডল-আর্থের প্রতিটি কোণে।
হাজার হাজার বছর ধরে অনেক হাত ঘুরে আংটিটা এসে পড়ল ফ্রোডো ব্যাগিন্সের হাতে। ফ্রোডো সবুজ ছায়াঘেরা শায়ার রাজ্যের এক শান্তিপ্রিয়, ছাপোষা, আরামপ্রিয় হবিট। হঠাৎ সে আবিষ্কার করল, পৃথিবীকে ভয়ংকর এক বিপদ থেকে বাঁচানোর দায়িত্ব চলে এসেছে তার ছোট্ট দূর্বল কাঁধে।
এই এক আংটির শাসনে সবাই,
এই আংটিতে সব অশুভ ধাঁধা;
এই আংটির টানে আসে সবাই,