পছন্দ মনের, পছন্দ চোখের আবার অনেকে হৃদয় দিয়েও পছন্দ করে থাকেন। অতি অবেগের কারণে অপছন্দের সৃষ্টি হয়। এসব বিষয়গুলাে একান্ত ব্যক্তিগত। কোনাে কোনাে ক্ষেত্রে পছন্দ অনেকের মাঝে ছড়িয়ে থাকে। যেমন, ব্যক্তি পছন্দ ও দলীয় বা গণ পছন্দ। সার্বজনিন ক্ষেত্রে ব্যক্তি ক্ষমতাবলে একক পছন্দ সঠিক নয়। পছন্দের উপর ভিত্তি করে ব্যক্তি লাভবান বা ক্ষতিগ্রস্থ, সমাজ লাভবান বা ক্ষতিগ্রস্থ, প্রতিষ্ঠান লাভবান বা ক্ষতিগ্রস্থ এবং রাষ্ট্র লাভবান বা ক্ষতিগ্রস্থ হতে পারে। এসব বিষয়গুলাে সকলের বিবেচনা করা উচিত। লেখাগুলাে ছােট ছােট গল্প আকারে সাজানাে হলেও সে গল্পের আড়ালে কিছু কিছু চরম সত্য কথা লুকায়িত।