“রবিনসন ক্রুসো” বইয়ের ফ্ল্যাপে লিখা
রবিনসন ক্রুসাে ড্যানিয়েল ডিফো রচিত পৃথিবীর সেরা কিশাের উপন্যাস। ১৭১৯ সালে এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়। উপন্যাসে রবিনসন ক্রুসাে নামে এক ভগ্নপােত ব্যক্তির কাল্পনিক আত্মজীবনী নিয়ে রচিত। এই ব্যক্তি ভেনেজুয়েলার কাছে একটি নির্জন বিষুবীয় দ্বীপে ২৮ বছর পরিত্যক্ত অবস্থায় অবস্থান করেন। সে সময় আমেরিকার উপজাতীয়, বন্দী ও বিদ্রোহীদের সঙ্গে তার সংঘর্ষও হয়। পরে তাকে উদ্ধার করা হয়। কিন্তু দীর্ঘ ২৮ বছরে দ্বীপটিতে ঘটে যায় নানা রকম লােমহর্ষক ঘটনা। এটি এমন একটি দ্বীপ, একজন মানুষ আর একরাশ গাছপালা, পশুপাখি, চারধারে শুধু পানি আর পানি। দ্বীপে নির্বাসিত ভাগ্যাহত সেই মানুষটির নাম রবিনসন ক্রুসাে। ভাগ্যাহত কেননা কথা বলার কোন মানুষ নেই, নেই কোন সঙ্গী কি সাথী। শুধু কাকাতুয়া একটি, তার নাম পােল, সে ঘােরে ফেরে আর ডেকে বেড়ায়— রবিন ক্রুসাে, রবিন ক্রুসাে, তুমি কোথায়, কোথায়…।
এই বিস্ময়কর চিরন্তন কিশাের ক্লাসিক সকল পাঠককে মন্ত্রমুগ্ধ করবে।