নবনীতা অতি সাধারণ একটি মেয়ে। যে কৈশােরে প্রেমের সংস্পর্শে এসেছে , ভালােবেসেছে কিন্তু সে প্রেম তার আত্মসম্মানে আঘাত হানতে চেয়েও পারেনি। আত্মসম্মান রক্ষার্থে অবলীলায় বিসর্জন দিয়েছে নিজের বহুদিনের ভালােবাসাকে। বাবা মায়ের অনেক আদরে বড় হওয়া মেয়েটি যখনই সংসার নামক চক্রে জড়িয়ে পড়লাে, তখনাে সে সুনিপুণ দক্ষতার সঙ্গে সম্পর্কগুলােকে বিনি সুতাের মালার মতাে জুড়ে দিলাে। স্বামী, সন্তান নিয়ে যেন তার সংসার নয়, চাঁদের হাট। কিন্তু মানুষ বদলায়, সম্পর্কের মানে বদলায়, জীবনের গতি বদলায়। নবনীতার সাজানাে – গােছানাে জীবনেও হঠাৎ প্রতারণা নামক ঝড় এলাে। সাধারণত, মানুষ প্রতারিত হলে ভেঙে পড়ে , আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু এটা নবনীতার গল্প। নিজের প্রতি হওয়া সব অন্যায়কে সহ্য করে ঘুরে দাঁড়ানাের গল্প। মেয়ে বলে নিজেকে সমাজের চিরাচরিত নিয়মে বেঁধে না ফেলার গল্প। দুঃখ নামক মারণবিষ সেবন করে সুখ নামক রক্তিম সূর্যের সম্মুখীন হবার গল্প। গল্পটা নবনীতার,একজন সাধারণ নারী থেকে যে হয়ে উঠেছে অসাধারণ !