মানব পাচার প্রতিরােধ এবং মানব পাচার অপরাধের দরুন ব্যক্তিগনের সুরক্ষা ও অধিকার বাস্তবায়ন ও নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণের উদ্দেশ্যে সরকার এই মানব পাচার প্রতিরােধ ও দমন আইন জারী করেছে। বাংলাদেশে বর্তমানে মানব পাচার মহামারী আকার ধারন করেছে। এই বইটিতে মানব পাচার আইন, ২০১২ বাংলা এবং পাশাপাশি ইংরেজি সংযােজন করেছি, এছাড়া ২০১৭ সনে কিছু বিধিমালা জারী করা হয়েছে সেগুলাের ও বাংলার পাশাপাশি ইংরেজি সংযােজন করা হয়েছে। সাথে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০, ১৯৯৫ এবং ২০২০ সালে যে সংশােধন আনা হয়েছে তা ও সন্নিবেশিত করা হয়েছে।