“তখন আমি অষ্টাদশী” বইয়ের ফ্ল্যাপে লিখা
মানবজীবনের প্রতিটি অধ্যায়ই একেকটা গল্প । চিত্রশিল্পী যেমন রংতুলিতে ক্যানভাসে ফুটিয়ে তােলে মানুষের অবয়ব, তেমনি কথাশিল্পীরা বইয়ের পাতায় পাতায় এঁকে দেন জীবনের গল্প। সােনিয়া আফরিন তরুণ গল্পকার। বইয়ের প্রতিটি গল্পে স্বকীয়তা আছে, আছে প্রেম, মােহ আর বিচিত্রতা। বইয়ের নামকরণ গল্প ‘তখন আমি অষ্টাদশী’ মূলত পুরান ঢাকার নবাবপুরে অবস্থিত এক রক্ষণশীল পরিবারের গল্প। এই গল্পে মুক্তিযুদ্ধকালীন এক কিশােরীর আত্মত্যাগ, মায়া ও মনের গভীরে লুকায়িত ভালােবাসার অনুভূতি প্রকাশ পেয়েছে। কিশােরী মেয়েটির মনের সুপ্ত ভালােবাসা কিভাবে দেশপ্রেমের অনুপ্রেরণা যােগায়, প্রিয়জন কাছে না থাকলেও তার জন্য অন্তরাত্মার আর্তনাদ সীমানা পেরিয়ে কিভাবে বহুদূর যেতে পারে তাই গল্পের পটভূমি। আশা করছি বইটি পাঠক হৃদয়ে আলােড়ন তুলতে সক্ষম হবে।