“জিন্দালাশ” বইয়ের ফ্ল্যাপে লিখা
দস্যিপনায় মেতে থাকা কিশােরী জমিলা, বউ হয়ে সংসারের আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়া ভালােবাসার প্রেমময় জমিলা, চল্লিশ বছরের বেশি সময় স্বামী পঞ্চবকে ছাড়া এক যন্ত্রণাময় গােপন শােক নিয়ে বেঁচে থাকা জমিলার শেষপ্রণয় হলাে বুঝি আজ।
আজ এ দেহের প্রাণ আর সােচ্চার হয়ে ফিরবে না । আজ জমিলার জিন্দালাশ মৃত লাশ হয়ে ফিরেছে বাড়িতে।
পঞ্চবের পাশেই কবর দেয়া হলাে জমিলাকে। না জানি কত প্রতীক্ষায় একটি প্রহর শেষ হলাে দুজনার।
মাতৃশােকে জয়নাল যেন আজ সেই ছােটবেলার শিশুটি হয়ে কাঁদতে লাগল। কিন্তু মায়ের আঁচল আর কোলখানিই শুধু পেল না।
মায়ের গায়ের কোন গন্ধও যেন আর পেল না।