“রোদের বৃত্ত” বইয়ের ফ্ল্যাপে লিখা
জিনিয়া কি কখনও ভেবেছিল, ধীরে ধীরে নিজের কাছে সে এক অপরিচিত জিনিয়া হয়ে উঠবে! অস্থির সময় বার বার নষ্ট করে দিতে চায় আত্মপরিচয়ের নিজস্ব রূপটি। নিভৃত একটুকু আশ্রয়ের জন্য কখনাে কখনাে প্রেমের কাছে আত্মসমর্পণ! জীবনের নানা অভিজ্ঞতায় অনেক কিছুই সত্য কিন্তু তবুও তা শেষ সত্য নয়। খণ্ড খণ্ড সত্যগুলাে পরস্পরের মধ্যে যাওয়া-আসা করে দিভ্রান্তির দিকে ঠেলে দেয় জিনিয়াকে। সে বার বার ঘুরে দাঁড়াতে চায়। চলবার সামর্থ্য নিয়ে সংশয় থাকার পরও জিনিয়া কি খুঁজে পাবে তার অবস্থান, জিজ্ঞাসা, উদ্দেশ্য! সে কি পারবে তার নারীসত্তার সাথে বিশ্বনারীসত্তাকে মিলিয়ে নিতে!