`মেঘ বৃষ্টি রোদ’ একটি দীর্ঘ ছড়া অথচ ভিন্ন ভিন্ন বিষয়ের চমক। পায়রা যেমন আকাশে পাখা মেলে ডানা ঝাপটায়, খেলায় খেলায় হাওয়ায় ভাসে, এ গ্রন্থের ছড়াগুলোও তেমনি দৃশ্যের পর দৃশ্য পাঠকের হৃদয়কে আলোড়িত করবে। তুলবে আনন্দের হুল্লোড়। চিন্তার চালাঘরে ঝরাবে বিষ্টির টুপটাপ ছন্দ। পাঠক মেঘ বিষ্টি রোদের আমেজে উল্লসিত হবে ।