রসে ভরা যৌবন, মেঘে ঢাকা এলো মেলো কেশগুলো দোল দেয়। অনেক বড় বড় পরিবার থেকে অহনার বিয়ের প্রস্তাব আসছে। কারণ ধনীর মেয়ে অতুলনীয় চেহারা তাছাড়া সাব্বিরের নিয়ে যে ঘটনাটা সেটা কয়েক বছরের ব্যবধানে চাপা পড়ে গেছে। হঠাৎ অহনার বিয়ে হয়ে গেলো। রাজধানীর এক বর্ণাঢ্য পরিবারে ছেলের সাথে। অনেক ধুমধামের মধ্য দিয়ে বিয়ে হলো অহনা যেটা চেয়েছিলো সেটাই পেয়েছে। কিন্তু ছেলেটা অর্ধশিক্ষিত! গাড়ি-বাড়ি ব্যাংক ব্যালেন্স ইন্ডার্স্ট্রিজ দেখে অহনা বিয়ে করছে। ছেলেটির সাথে অহনার আগে থেকে কোনো পরিচয় ছিল না। ছেলেটির চেহারা তেমন খারাপ না তবে ড্রাগ এ্যাডাক্টেড! মাদক সেবক ও নারীলোভী। ধনীর ছেলে যত্রতত্র চলাফেরা, বিলাসবহুল জীবন, নারী আর মাদক ছাড়া যেন চলেই না। ছেলেটির নাম আসাদ। বাসর ঘরেই অহনা হুচুট খেয়েছে। পুরুষত্ব দিয়ে অহনাকে পূর্ণ করতে পারে…..