“ছায়ামঞ্চ আইসিটি সামিট” বইটি সম্পর্কে কিছু কথাঃ
প্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সাফল্য লাভের জন্য ICT তে দক্ষতা একটি অপরিহার্য শর্ত হয়ে উঠেছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন ICT এর উপর বাজারে ভালাে মানের বই না থাকায় তােমরা ICT এর উপর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারছিলেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মানবণ্টনে উল্লেখ না করা থাকলেও প্রশ্নে বিভিন্ন উপায়ে ICT-র দক্ষতা যাচাই করা হয়। বিশ্ববিদ্যালয়ের রঙিন ভূবনে তােমাদের পদচারণা নিশ্চিত করতে “ছায়ামঞ্চ আইসিটি সামিট” বইটি শ্রেষ্ঠ ভূমিকা রাখবে ।