এক সময় ইতিহাস মানেই ছিল রাজ-রাজাদের কাহিনী। ইতিহাসের কথা শুনলেই চোখের সামনে ভেসে উঠত শৌর্য-বীর্য আর ক্ষমতার দোর্দণ্ড প্রতাপের চিত্র। দরিদ্র-নিঃস্ব সাধারণ মানুষ ছিল সেখানে অনুপস্থিত। কিন্তু সময়ের পরিবর্তনে ইতিহাসের ধারণাও বদলে গেছে। এখন শুধু রাজা-বাদশাদের কাহিনী ইতিহাসের উপজীব্য বিষয় নয়; এখন সাধারণ মানুষ আর তাদের সমাজজীবনের কথাই হলো ইতিহাস। বিশেষ করে আঞ্চলিক ইতিহাস রচনার ক্ষেত্রে এদের কথাই প্রাধান্য পায় বেশি। ‘‘সাঁথিয়ার ইতিহাস’’ গ্রন্থে আমরা এ দিকটাই তুলে ধরার চেষ্টা করেছি।