অধিকাংশ বাঙালির আত্মবিস্মৃতি সম্পর্কে আমরা সকলেই অবগত। ‘নন্দন বইঘর’ কয়েক প্রজন্মের শিশুকালের সঙ্গে জড়িয়ে থাকা এই পুস্তকটি আবার প্রকাশ করেছে।কারণ আমরা মনে করি বর্তমানে শিশুদের প্রারম্ভিক শিক্ষায় প্রচলিত ও পঠিত পুস্তকাদির সঙ্গে এই বিস্মৃতপ্রায় পুস্তকটিও থাকতে পারে।আশা করি আগ্রহী অভিভাবক ও শিক্ষকরা এই পুস্তিকাটি শিশু-শিক্ষায় কাজে লাগাতে পারবেন।