‘টুঙ্গিপাড়ার সেই ছেলেটি’ বঙ্গবন্ধুর জীবনী নির্ভর একটি ছড়া-কাব্যের বই। বইটিতে টুঙ্গিপাড়ার ইতিহাস, শেখ বংশের গোড়াপত্তন, বঙ্গবন্ধুর জন্ম ও বাল্যকাল, শৈশব-কৈশোর ও শিক্ষাজীবনের আলোকিত অধ্যায়সহ রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য নানা দিক কাব্যের ভাষায় ফুটে উঠেছে। কবিতার সাথে সংশ্লিষ্ট পাতায় উপযুক্ত ছবি স্থাপন ও নান্দনিক চিত্রাঙ্কন বইটির সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। গতানুগতিক বইয়ের তুলনায় এ বইটি স্বতন্ত্র সৌন্দর্য ও অনন্য বৈশিষ্ট্যে সমুজ্জ্বল।