বঙ্গবন্ধু সবসময়ই ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলমান। কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি, ধর্মকে ব্যবহার করে শােষণ ইত্যাদির বিরুদ্ধে তিনি ব্রিটিশ আমল, পাকিস্তান আমল এবং বাংলাদেশ আমলেরও সাড়ে তিন বছর লাগাতার লড়াই করেছেন। তিনি যে ধর্মনিরপেক্ষতার বাণী নিয়ে আসলেন তাও আমরা খুব কম লােকই বুঝতে পেরেছি। ইসলামপন্থী রাজনীতিক ও বামপন্থি বুদ্ধিজীবীরা একে বুঝলেন ধর্মহীনতা বলে, যার যার সুবিধা অনুযায়ী।