খন্দকার আব্দুল গণির কান্তার কাফেলা একটি মুক্তিযুদ্ধের উপাখ্যান। পাকিস্তানি বাহিনী আর তাদের দোসরদের নির্মম চক্রান্তে হাতে ও পায়ে গুলি লাগা রক্তাক্ত বাস্তুহারা স্বামীকে ঘাড়ে করে একদল শরণার্থীর সাথে ভারতের বর্ডারের দিকে এগিয়ে যাচ্ছে এক গর্ভবতী তরুণী। পথে হাজারো বিপদ, দেশীয় লুটেরাদের দৌরাত্ম্য, মহামারী কলেরা আর মমৃত্যুর মিছিল ডিঙিয়ে ক্ষুধা -পিপাসাকে অগ্রাহ্য করে জীবন বাঁচানোর তাগিদে নিরাপদ আশ্রয়ের সন্ধানে এগিয়ে যাচ্ছে তারা। এরপর, নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে গেছে উপন্যাসের কাহিনি।