কলেজ পড়ুয়া ইমরান বেশ সমাজ সচেতন ছেলে। কলেজের সীমানা না পেরােতেই দেশ সমাজ নিয়ে ভাবে সে। তার বাবা থাকেন বিদেশ। বাবার সাথে থাকা একজন দেশে ফিরে এলেও তার বাবা ফিরেন নি। মাই তার সব। মা তাকে পড়াশােনা করিয়ে আদর্শবান ছেলে তৈরী করেছে। ইমরান একদিন নুহাশ পল্লীতে ঘুরতে যাবার পরিকল্পনা করে। সেই পরিকল্পনায় যােগ দেন তার মা ও তার বন্ধু মার্টিন। সঙ্গে মারীয়া এবং তার মা-বাবা, ছােটভাই সহ অন্যরা। আগে থেকেই ইমরান মনে মনে মারীয়ার প্রতি দুর্বল ছিলাে। দুর্বল হলেও তা প্রকাশ করার সুযােগ পায়নি কখনাে। নানা ভাবে চেষ্টা করে তা প্রকাশের। নুহাশ পল্লীতে যাবার পর একসময় মারীয়াই কাছে আসে ইমরানের। প্রকাশ করে ইমরানের প্রতি তার দুর্বল হবার বিষয়টি। মূলত: সেদিনের বিষয়টিকে কেন্দ্র করেই নুহাশ পল্লীতে একদিন।